উৎসব সংখ্যা :২০১৮ : কবিতা

উৎসব সংখ্যা :২০১৮ : কবিতা

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

একাকীত্বের সঙ্গে
শিল্পী দত্ত


সবাই বলে আমি নাকি একা,
কিন্ত আমি জানি আমি একা নই।
ভালোবেসে যে বীজ বপন করেছিলি আমার শরীরে,
সেটা আজ ছোট্ট চারাগাছ।
আমার সকল একাকীত্বের সঙ্গী।
তাকে যত্ন করতে অনেকটা সময়ই কেটে যায়।
তবুও মনে পড়ে তোর কথা প্রতিনিয়তই।
তুই না চাইলেও, তোর অনেক খবর আজও পাই আমি।
শুনলাম বিয়ে করেছিস!
খুব জানতে ইচ্ছা হয়—
ভালোবাসিস ওকে, নাকি শুধুই করিস অভিনয়?
ওকি আমার মতো অভিমানী?
ওর রাগ ভাঙাতে, জোর করে আদর করিস ওকে,
যেমন আমায় করতিস?
কোনোদিন ভাবতে পারিনি তুই অন্য কারো হয়ে যাবি।
জানিনা কোনটা ভুল ছিল—
আমার ভাবনা না তোর ভালোবাসা।



WhatsApp Image 2018 10 04 at 23.19.09


স্বাধীনতার নঙর্থক নূপুর
আবদুস সালাম
 

জেগে ঘুমানোর পৃথিবীতে সর্বনাশ খেলা করে
ইতিহাসের প্রতিটি পাতায় আঁকা তাদের সংলাপ
বোধের দরজায় জমে চলেছে কালোমেঘ
অসহায়ত্বের অন্ধকারে ডুবে চলেছি প্রতিদিন
ঘরে ঘরে যাপন করছি নির্বাসন উত্সব
ধর্ম জল্লাদ তলোয়ার হাতে ভাঁজছে মুগুর
হৃদয়হীন দেহে সাঁটা আছে মিথ্যে দর্শনের আয়না
ধ্বংসের উপত্যকায় খেলা করছে বিভেদ
স্বাধীনতার উর্বর মাটিতে বুনে চলেছে ধ্বংসবীজ
জীবনের দলিল ভিজছে রক্তের ফোয়ারায়
বেজে চলেছে নঙর্থক নূপুর...
 
 
 

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

মায়া
অন্তরা সিংহরায়

হঠাৎ করে বৃষ্টি এলে
   ভিজলো আঁচল- শাড়ি
তোর মালিনী রাগ পুষেছে
      দূরের দেশে পাড়ি।

বর্ষা যখন মনরে জ্বালায়
         একলা ঘরে সই
একদিন তো...

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

 
অমৃত পানের জন্য
কৌশিক চক্রবর্ত্তী
 
 
একসমুদ্র মন্থনে ঢেলে দিচ্ছো অবগাহন মেঘ
ঢুলে পড়ছে ব্যস্ত নাবিকের ...

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

অচেনা আকাশ  
বনশ্রী রায় দাস


একটি সম্পর্ক বয়ে যায় স্রোতের টানে 
অপরটি জল মেপে নেয় গভীরে ।
মাটির ওপর খোলা বুক রেখে তুমি  ছুঁয়ে যাওয়া উষ্ণতা,বন কুসুমের গন্ধ মাখা
আঁচলে ঢেউ উঠলে
দুটুকরো মেঘ ডেকে...

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

দিনযাপনের পাণ্ডুলিপি- ৭৮
সুমিত্রা পাল
 
 
অল্পতেই তুষ্ট দেবাদিদেব
জীবনের মাঝপথে এসেও তাই ঢালি
একঘটি জলবিল্বপত্র
আমার আমিত্ব...

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

সীমান্তরেখা
শ্যামল দত্ত

একটা কবিতা জন্মের ভাবনায় নিঃশব্দ দুপুর;
অগোছালো মন ডায়েরীর পাতায়।
অক্ষরে অক্ষরে সুগভীর বন্ধন;
কলমের ডগায় মৌনমুখর ছন্দে নিবিড় কথামালা।

আলোমাখা চাতালে পড়ে থাকা দুরন্ত...

Page 5 of 14

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...