উৎসব সংখ্যা :২০১৮ : কবিতা

উৎসব সংখ্যা :২০১৮ : কবিতা

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

মুখোমুখি
আকাশ সৎপতি


স্মৃতির উল্লম্ফনে মেঘবালিকার আর্তি
শিহরণ জাগানো শূন্যস্থান
এই চিরস্থায়ী গতিপ্রকৃতির আশ্রয়
স্থূলতার কথা বলে
জন্মের আদি অন্তে লীন হয়ে আছে বিস্ময়
শুধু সন্ধ্যা ফুরিয়ে সব ঝাপসা হলেই
আমার মুখোমুখি বসে পূর্বজন্ম
চুপিসারে বোঝায় আমৃত্যু ঋণ
বাইরের শব্দেরা রাতের চাদরে ঢাকে ...



WhatsApp Image 2018 10 04 at 23.19.09

কন্ডাকটার
সোনালী দে
 
 
গলাটা নামিয়ে বলি, পথটা বড় বেরসিক,     গর্তগার্তা, উঁচু নীচু উফ্,
ওরে রাস্তাটা মসৃণ হলেও তো
পিছলে যেতে পারে পা টা, না কি ?
তাই লাফিয়ে চল, হেঁটে চল, দৌড়ে চল, এমন কি রাস্তা
নদী হলে সাঁতরাতেও হতে পারে।
ভাবনা জট পাকায়, সময় জোর ধাক্কা দেয়।
     জীবন এক মারাত্মক দর্শন।
দর্শনে লাগিয়ে চোখ, মুখ, মন, কেমন অসহ্য,
সহ্যের সীমাটা টেনে হাঁটি-হাঁটি।
‘৩৪বি’ ছুটছে, পড়িমরি করে ছুটছে,
...

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

বনচ্ছায়ে বারোমাস
অনুপম দাশশর্মা
 
 
যেন সময়ের ধসে চাপা পড়ে গেছিল মধু-স্বর
নীরব থেকে ছিল মোবাইলে চমকে দেওয়া
স্নিগ্ধ নাম।
একে একে নিভে গেছিল খুশির ঝাড়বাতি
জানা ছিল না কোন বিপরীত পথ...

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

অন্য ঘর
তপন রায়চৌধুরী
 
 
 
ঘর সাজানো নেই
আমাকে অনুরোধ কোর না
তোমার ঘরে যেতে আমি পারব না।

মনে আছে ?
সেদিন তোমাকে বলেছিলাম
ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রেখো –
ঢোকবার মুখেই থাকবে...

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

 
প্রতিদ্বন্দ্বী 
কৌশিক দাস


আমি সব প্রেমিকের প্রতিদ্বন্দ্বী হবো
কারো প্রেমিক হবো না!
প্রেমিকের প্রতিদ্বন্দ্বী হতে চাই
চোখ ভরে দেখতে চাই রঞ্জন রশ্মিটাকে
যার নিবিড় আলিঙ্গনে ধন্য হয়...

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

 

বৃষ্টি
সেখ মনিরুল ইসলাম 
 
এভাবে বৃষ্টি আসবে আজ
কেউ কি ভেবেছিল?
যেমনটি তুমি আসবে এভাবে, ভাবেনি অনুপম...

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

আবর্তিত যাযাবর
অমরজিৎ মণ্ডল


লুকায়িত বৈশাখী অভিমানে
এক অস্তিত্বের যন্ত্রণা ।
অপ্রাপ্তির প্রতিনিয়ত ক্রন্দনে
খাঁচাবন্দী এক দিশেহারা চাতক।
অপূর্ণতার নির্বাসিত ক্লান্ত বিকেলে
নির্ঘুম এক বসন্তের শহর ।...

Page 4 of 14

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...