উৎসব সংখ্যা :২০১৮ : কবিতা

উৎসব সংখ্যা :২০১৮ : কবিতা

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

দিনযাপন
বঙ্কিম দে
 
 
কী অমোঘটান অনুভব করি, তারাদের চিনে চিনে ফের ফিরে ফিরে আসা।
তোমার নামের মতো অধিকতর উজ্জ্বল তারাদের নাম দিয়েছিল কেউ।
মুশকিল জানো, একবার চেনা হলে তাকে ভোলা দায়, তবে কি জন্মান্তর দাগ-
ওই আলো ও আলেয়ায় মিশে আছে? শুধু কি মানুষের এমনতর ভ্রম বিভ্রম হয়!
পরিযায়ীরাও তো কোন্ দূরদেশ মহাদেশ অতিক্রম করে ফিরে ফিরে আসে।
ওদের ডানায় রোদের উত্তাপ, ঝড়ের মাতন, হিম জ্যোৎস্না, বৃষ্টির ছোপদাগ-
ক্লান্তির রেশ, শেষবার ডানা ঝেড়ে নিলে সব কি মুছে যায়? মুছে ফেলা সম্ভব?
তাহলে তো অতীত ঢেউয়ের সব সন্তরণ থেমে যেত।
 
অফুরান উর্দ্ধাকাশ বিচিত্র...

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

 
ব্যতিক্রমী সময়
নিমাই করণ
 
 
লুকিয়ে লুকিয়ে যে মানুষটি কাঁদে
আমি তাকে বলি সাধনায় আছো‚
আজ নয় কাল
তোমার বাগানে পাখি গান গেয়ে যাবে‚
মানুষটি সা-রে-গা-মা সাধতে সাধতে--
রাত দিন কাটিয়ে দেয়;
ছেলের জন্য মেয়ের জন্য করেও নিজেকে সাজায়।
লোকটি ঠিক লোকের মতোই
চা খায়‚ চশমা পরে‚
ঘড়ি দেখে অফিসমুখী হয়‚
তবু তার ব্যতিক্রমী সময় তাকে বাঁচিয়ে রাখবে !
ঘণ্টা-মিনিট-সেকেণ্ডের পর--
আরও একটা সময় থাকে‚
যেখানে মানুষ ঠিক মানুষ থেকে যায়।
 
 
 

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

যুদ্ধের গান
তৈমুর খান
             
যদিও নষ্ট হতে থাকি 
নষ্ট হওয়াও এক জাদু 
নিজেরই ভাঙা টুকরোগুলো 
যুদ্ধের ভাঙা তরবারি 
বিলোল হাওয়ায়...

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

 
ছোট্ট লাল তারা
পিয়াল রায়
 
 
ছোট্ট লাল তারাটি ভেসে এসেছিল
সুদূর পশ্চিম থেকে
কিছু মানুষ তাকে একমনে ডেকেছিল
মাঠে খামারে কারখানায় অলিতেগলিতে
অন্ধখনির রসাতল থেকে
যন্ত্রণা যাদের পুড়িয়ে মারছিল...

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

ডাকনাম
সঙ্গীতা মাইতি
 
 

সেদিন নামের বানানটা দেখতে গিয়ে দেখলাম
অক্ষরগুলো মাকর্সবাদী হয়ে গেছে।
চশমা,দূরবীন,ক্যামেরার চোখ থেকে
লেন্স ছিনিয়ে নিয়ে কখনো নক্ষত্র,
কখনো লাল ফিতের বিনুনি,...

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

একদিন জঙ্গলমহলে
বিমল মণ্ডল              
 
 
আমি আর আমার বন্ধু
একদিন বাসে করে যাচ্ছি
হঠাৎ একদল গাঁয়ের লোক
স্ব-শব্দে ছুটে এসে গাড়ি ঘিরে ধরে
...

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

হারানো চিঠি
হীরক বন্দ্যোপাধ্যায়


কত কথা বলা হল না ,কত কথা শোনা হল না
কত লোক সেই কবে থেকে টেবিল চাদর পাল্টিয়ে ফুলদানী সাজিয়ে বসে আছে
সেসব কিছুরই খোঁজ নেওয়া হল না
অথচ সমুদ্রকে দেখলে আজও অচেনা নারীর...

Page 3 of 14

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...