হোম স্টে ।। অঙ্কন মাইতি

onugolper adda full

 
এখন অঢেল সময় । অবসরের অবসাদ ঘিরে আছে দিনরাত । আকাশে বাতাসে ভয় , আশঙ্কা আর সন্দেহ ।
কিছু করতেই মন চাইছে না । খবর দেখি না, কাগজ পড়ি না , -- এক একটা যন্ত্রণার দিন পেরিয়ে যাচ্ছি । বার তারিখ ভুলে গেছি কবে।
জানলায় দাঁড়িয়ে কোকিলের গান শুনে বুঝলাম 
বসন্ত চলে যাচ্ছে, বৈশাখ আসছে রবিঠাকুরকে নিয়ে । ফুলের বনে প্রজাপতির পাখনার রঙ আলাদা করে চেনা যাচ্ছে না। ফড়িংয়ের স্বচ্ছ ডানার মানচিত্রে আজ শুধুই মনখারাপের মেঘ । 
ছবিগুলো আঁকতেই হবে । কেশব অনেক করে বলেছে , ওয়েবসিরিজ প্রকাশ করা মুশকিল হবে।
ভাবা হয়ে গেছে কিন্তু বসা হচ্ছে না।
মনকেমনের আলস্যদিন। 
আজ তৈরি হয়েই বসলাম । বন্ধ চোখে ছবিগুলো 
ভেসে উঠছে। রঙ ক্রমশ কথা বলছে । জলরঙের এই মুশকিল । খুব দ্রুত শেষ করে ফেলতে হয় ছবিগুলো । একটু দেরিতেই ছবি হারিয়ে ফেলে 
তার ভাষা । সে মগ্নতা চায় , আন্তরিকতা চায়।
কতোবার এমন হয়েছে , চায়ের কাপে তুলি ডুবিয়ে ফেলেছি । আমার নিজেরই যদি ভালো না লাগে তবে অন্যের কেন লাগবে !
বিকেলে ছবিগুলোর কথা মনে পড়লো। ঘরের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালাম। 
এ ছবিতো আমি আঁকিনি। সবগুলো ছবিতেই কালো রঙের দুঃখ জমে , অন্য সব রঙ মুছে গেছে। সাদা জমিতে ছড়িয়ে পড়েছে কালোর 
আধিপত্য । ভয় পেয়ে গেলাম । কেন এমন হল !
দৌড়ে বাইরে বেরতে গিয়ে আয়নায় মুখোমুখি ।
নিজেকে চিনতে পারছি না । আমার মুখ হাত
ক্রমশ কালো হয়ে উঠছে , ভয়ে ।
 
 

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...