স্বপ্নতরী
রূপময় চ্যাটার্জী
পাঁচ বছর ধরে একটু একটু করে টাকা জমাচ্ছেন নরেনবাবু, একটা নতুন বাইকের জন্য। ছোট্ট এক মুদিখানার দোকান চালান তিনি। তেমন বেশি উপার্জন হয়না! তাও শখ,নিজে বাইক কিনবেন,এবং তাতে করে তিনি ঘুরতে যাবেন..!
২.
...নার্সিংহোমের কাউন্টারে একলক্ষ টাকা জমা দেওয়ার সময় নরেনবাবু কথাগুলো ভাবছিলেন! ছেলেটার আজ অপারেশান! মৃত্যুর সাথে লড়াই করছে! আরও অনেকগুলো টাকা লাগবে। ছেলেকে সুস্থ করতেই হবে। দরকার হলে নরেনবাবু তাঁর শেষ সম্বল ছোট্ট মুদিখানাটাও বিক্রি করে দেবেন!