স্বাধীনতা বলতে কী বোঝায় ? এর উত্তর বা সংজ্ঞা সমাজের বিভিন্ন শ্রেণির নারী-পুরুষের কাছে বিভিন্ন রকম। আসলে বহু যুগ ধরে পুরুষ ও পুরুষ-তান্ত্রিক সমাজব্যবস্থায় ধর্মের নামে নারীকে সামাজিক রীতি-নিয়মের বেড়াজালে আষ্টেপৃষ্ঠে বেঁধে গৃহবন্দি করে রাখার পক্ষপাতদুষ্ট রেওয়াজ চলে আসছে। নারীকে অবদমিত করে রাখার মধ্যে পুরুষের পৌরুষের দম্ভ প্রকাশ পায়। তবে আমাদের দেশে আদি যুগে এমনটা ছিলনা।