- Federico Garcia Lorca ।। ফেদেরিকো গার্সিয়া লোরকা
- Read Time: 1 min
- Hits: 1477
আদম
ফেদেরিকো গার্সিয়া লোরকা
অনুবাদ : মঞ্জুলেখা বেরা
রক্তবৃক্ষ শুষে নিচ্ছে সমস্ত সকাল
গুমরে ওঠে সেই নবজাত নারী‚
কাঁদনে তার ক্ষতস্থানে ঝরে যায় কাঁচের টুকরো
আর জানালার শার্সিতে হাড়ের নকশা।
আগামী আলোর বিচ্ছুরণ গোছগাছ করে নেয়‚ জয় করে
নীতিকথার রঙহীন শাদা সীমারেখা‚
বিস্মরণে সকল শিরার কম্পন‚ উদ্দাম গতিময়
গন্তব্য আপেলের আবছায়া শীতলতা।
মাটির তেতেওঠা শরীরে আদমের স্বপ্ন
গলার দুই নাড়ীর স্পন্দনে
টগবগিয়ে আসে এক শিশু।
কিন্তু কৃষ্ণময় অন্য কোনও আদমের স্বপ্ন
নির্বীজ পাথরে পড়ে থাকে প্রাণহীন চাঁদ
সেখানে আলোর শিশু জ্বলেপুড়ে খাক।