
প্যারাডাইস উদ্যানে রজতাভ ট্রেতে রাখা আছে একটি কিটক্যাট ।
তরঙ্গায়িত ঝর্নার স্ফটিকস্বচ্ছ জলে দ্বিপ্রহরে স্নান করে নিদ্রাচ্ছন্ন ছিল দুই মানব মানবী । এই শতাব্দীতে তাদের নাম পরিবর্তন হয়েছে । মানবের নাম মৈনাক , মানবীর নাম ঊর্মিমালা l
বসন্ত বাতাসে তাদের হৃদয় দুয়ার মুক্ত ও জাগ্রত ।
সন্ন্যাসী বর্ণ আলোয় মানবী গাইছে প্রাচ্যের কবি রবীন্দ্রনাথের প্রেমের গান , " কোলাহল তো বারন হলো......।
তমসাবর্ণ সন্ধ্যা নামলো ধীর লয়ে । মোমের আলো জ্বাললো মানবী।
দুজনে দাঁড়ালো রজতাভ ট্রের কাছে ।
সন্তর্পনে মোড়ক উন্মোচিত করে মানব মানবীর ওষ্ঠে দিল
কোকবর্ণ কিটক্যাট।
অতঃপর মানব মানবী ভালোবাসার চর্যাপদ রচনা করতে থাকল
প্রজন্মের পর প্রজন্ম।



